রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে মো. রশিদ শিকদার নামে এক অস্ত্র বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
আজ দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবিলক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার এ তথ্য জানান। এর আগে বুধবার রাত ৮টার দিকে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পাশে থেকে তাকে আটক করা হয়।
তিনি বলেন, 'আটক ব্যক্তির কাছে থেকে অবৈধ একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রশিদ দীর্ঘদিন থেকে ঢাকার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় মতিঝিল থানায় তার নামে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান মারুফ হোসেন।
বিডি-প্রতিদিন/১১ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ