চট্টগ্রামের সাতকানিয়ায় চরতি ইউনিয়নের ব্রাক্ষ্মণডাঙ্গা গ্রামের একটি মাদ্রাসায় গোপন বৈঠক থেকে ছাত্র শিবিরের সাথী পর্যায়ের দুই নেতাকে আটক করেছে পুলিশ। এসময় মাদ্রাসায় তল্লাশি চালিয়ে পাঁচ বস্তা জিহাদি বই ও ছয়টি কিরিচ উদ্ধার করা হয়। গতকাল দিবাগত রাত সাড়ে ১২টায় পুলিশ এ অভিযান চালায়।
আটককৃতরা হলেন সাতকানিয়ার চরতি ইউনিয়নের ব্রাক্ষ্মণডাঙ্গা গ্রামের আরাফাত রহমান চৌধুরী (২০) এবং বাঁশখালীর শেখেলখীল গ্রামের ওমর ফারুক (২২)।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) কাজী আব্দুল আউয়াল বলেন, অভিযানে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জানা যায়, গভীর রাতে মাদ্রাসায় অনুষ্ঠিত ওই বৈঠকে শিবিরের প্রায় ৩০ জন নেতাকর্মী উপস্থিত ছিল। পুলিশ খবর পেয়ে সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশ দু'জনকে আটক করতে পারলেও বাকিরা পালিয়ে যায়।
বিডি-প্রতিদিন/১১ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ