একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার নিরাপত্তায় পুলিশের পাশাপাশি তিন ব্যাটালিয়ন র্যাব মোতায়েন থাকবে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।
শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি দেখতে এসে তিনি সাংবাদিকের একথা জানান।
বেনজীর আহমেদ বলেন, ‘শহীদ মিনার এলাকায় র্যাব ২, ৩ ও ৪ এর ব্যাটেলিয়ন নিযুক্ত থাকবে। সার্বক্ষণিক গাড়ি দিয়ে পেট্রোল পাহারা ও হেঁটে পাহারা দেবে র্যাব সদস্যরা। এ ছাড়া শহীদ মিনারের চারপাশে র্যাবের চেকপোস্ট থাকবে।’
তিনি বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় র্যাবের বোম্ব স্কোয়াড এবং স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। এছাড়া জরুরি পরিস্থিত মোকাবেলায় হেলিকপ্টারও প্রস্তুত রাখা হয়েছে।
সাদা পোশাকের র্যাব সদস্যরা এবং টহল দল বৃহস্পতিবার থেকেই শহীদ মিনার এলাকায় নজরদারি চালাচ্ছে জানিয়ে র্যাব মহাপরিচালক বলেন, র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দল ও ডগ স্কোয়াড কয়েকবার শহীদ মিনার এলাকা ‘সুইপিং’ করেছে, শনিবারও ‘সুইপিং’ করা হবে।
এছাড়া শহীদ মিনারের পুরো বেদী র্যাবের ক্লোজড সার্কিট ক্যামেরার আওতায় থাকবে একং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালানো হবে বলেও তিনি জানান।
“শুধু কেন্দ্রীয় শহীদ মিনার নয়, দিবসটি ঘিরে সারা দেশেই নিরাপত্তা নিশ্চিতে র্যাব সদস্যরা নিয়োজিত থাকবে,” যোগ করেন বেনজীর।
বিডি-প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব