চট্টগ্রাম মহানগরী ও জেলায় নতুন দশটি থানা স্থাপনের উদ্যোগ নিয়েছে পুলিশ। জেলা পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যে চারটি নতুন থানার প্রস্তাব অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আরও দু’টি নতুন থানার প্রস্তাব চূড়ান্ত করেছে জেলা পুলিশ। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পক্ষ থেকেও চারটি থানা বাড়ানোর প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে।
দূরত্বের কারণে চট্টগ্রাম নগরী ও জেলার যেসব এলাকার মানুষ পুলিশের সেবা থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে আসছে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নতুন দশটি থানা স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
সিএমপির উপ কমিশনার (সদর) ফারুক আহমেদ এ বিষয়ে বলেন, 'নগরীতে আমাদের এমন কয়েকটি থানা আছে যেগুলোর লোকেশন বসতি থেকে অনেক দূরে আবার জেলার থানার যে লোকেশন তাদের থেকেও দূরে। ওই জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে ক্রাইম বেড়ে যাচ্ছে। কারণ সেখানে পুলিশের উপস্থিতি কম। এজন্য ওই জায়গাগুলোকে কেন্দ্র করে আমরা নতুন চারটি থানার প্রস্তাব করেছি।'
১৯৭৮ সালে ছয়টি থানা নিয়ে শুরু হয়েছিল সিএমপির কার্যক্রম। ২০০০ সালের পর থানার সংখ্যা ১০টি বাড়ানো হয়। ২০১৩ সালে বাড়ানো হয় আরও ৪টি। বর্তমানে মোট ১৬টি থানায় নিয়ে চলা সিএমপি আরও চারটি থানা যুক্ত করতে চায়।
প্রস্তাবিত চারটি নতুন থানার একটি হচ্ছে ভাটিয়ারি। নগরীর আকবরশাহ ও জেলার সীতাকুণ্ড থানার ১০ বর্গকিলোমিটার এলাকা নিয়ে গঠিত হবে এ থানা। আকবরশাহ থানার ছলিমপুর ইউনিয়নের আংশিক, সীতাকুণ্ড থানার ছলিমপুর ইউনিয়নের আংশিক, ভাটিয়ারি এবং সোনাইছড়ি ইউনিয়নের সম্পূর্ণ অংশ থাকবে ভাটিয়ারি থানার ভেতর। এই থানার আওতায় থাকবে পুলিশের একটি তদন্ত কেন্দ্র। ভাটিয়ারি থানা এলাকার জনসংখ্যা ৩ লাখ ৮৭ হাজার ৯৩২ জন।
আরেকটা হবে কুয়াইশ থানা। নগরীর চান্দগাঁও ও জেলার হাটহাজারী থানার ৪৩ বর্গকিলোমিটার অংশ নিয়ে গঠিত হবে নতুন এ থানা। হাটহাজারী থানার উত্তর মাদার্শা, দক্ষিণ মাদার্শা, শিকারপুর, বাথুয়া, কুয়াইশ, বুড়িশ্চর নেহালপুর আংশিক এবং চান্দগাঁও থানার ৫ নম্বর মোহরা ওয়ার্ডের কিছু অংশ এ থানার মধ্যে পড়বে। এ থানার আওতায় জনসংখ্যা আছে ৪ লাখ ৭০ জন। থানার আওতায় থাকবে একটি ফাঁড়ি ও দুটি পুলিশ বক্স।
শিকলবাহা থানা। এই থানা স্থাপন করা হবে নগরীর কর্ণফুলী, জেলার বোয়ালখালী ও পটিয়ার থানার ১৩৬ বর্গকিলোমিটার এলাকা নিয়ে। এই থানার এলাকা হচ্ছে, বোয়ালখালী থানার পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড সম্পূর্ণ। বোয়ালখালী পৌর এলাকার ৭, ৮, ও ৯ নম্বর ওয়ার্ড সম্পূর্ণ। শাকপুরা ইউনিয়নের ১ থেকে ৫ নম্বর ওয়ার্ড সম্পূর্ণ। পটিয়া থানার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৪ থেকে ৬ নম্বর ওয়ার্ড সম্পূর্ণ। কুসুমপুরা ইউনিয়নের ১, ২, ৪, ৭ ও ৮ নম্বর ওয়ার্ড সম্পূর্ণ। কুলাগাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোহাম্মদনগর অংশ ব্যতিত বাকি ৯টি ওয়ার্ড সম্পূর্ণ। ৭ নম্বর জিরি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের অংশ (মোহাম্মদনগর ও কটরপাড়া গ্রাম)। শিকলবাহা ইউনিয়নের ৬টি ওয়ার্ড সম্পূর্ণ এবং নগরীর কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়নের তিনটি ওয়ার্ড সম্পূর্ণ। এর জনসংখ্যা ৪ লাখ ৭০ হাজার। থানার আওতায় গড়ে তোলা হবে তিনটি ফাঁড়ি এবং একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প।
সিএমপি প্রস্তাবিত সর্বশেষ থানাটি হচ্ছে ফতেয়াবাদ থানা। নগরীর বায়েজিদ বোস্তামী এবং জেলার হাটহাজারীর ১৬ দশমিক ৫৮ বর্গকিলোমিটার এলাকা নিয়ে নতুন এ থানা স্থাপন করা হবে। এই থানার মধ্যে থাকবে হাটহাজারী থানার ১১ নম্বর ফতেপুর ইউনিয়নের ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মাইজপট্টি, ভবানিপুর, নেহালপুর, ১২ নম্বর চিকনদণ্ডী ইউনিয়নের খন্দকিয়া গ্রাম, ফতেয়াবাদ, চৌধুরীহাট, বড়দিঘিরপাড়, লালিয়ারহাট, আমানবাজার, সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড এবং ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডের কিছু অংশ। এর জনসংখ্যা ৪ লাখ ৩১ হাজার ৭৪৮ জন। এ থানার আওতায় থাকবে একটি ফাঁড়ি ও একটি পুলিশ বক্স।
বিডি-প্রতিদিন/২৯ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ