বিএনপির কাউন্সিলে আমন্ত্রণ জানানো হয়েছে আওয়ামী লীগ সভাপতি নেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে।
আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে আজ বিকেলে বিএনপির একটি প্রতিনিধি দল আমন্ত্রণপত্র পৌঁছে দেন।
বিএনপির সমাজকল্যাণ-বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূইয়ার নেতৃত্বে সঙ্গে ছিলেন, দলের সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন।
আসাদুল করিম শাহীন বলেন, ‘আমরা বিএনপির কাউন্সিলে আওয়ামী লীগ সভানেত্রী ও সাধারণ সম্পাদককে আমন্ত্রণ জানিয়েছি। বুধবার বিকেলে ধানমণ্ডির সভানেত্রীর কার্যালয়ে অমন্ত্রণপত্র পৌঁছে দিই।’
উল্লেখ্য, আগামী ১৯ মার্চ বিএনপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল হতে যাচ্ছে।
বিডি-প্রতিদিন/ ১৬ মার্চ ১৬/ সালাহ উদ্দীন