সাভারে এক হাজার ইয়াবা ট্যাবলেটসহ আমিন বাজার ইউনিয়নের চেয়ারম্যানের ছোট ভাই মকবুল হোসেন (৩২)কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার বাসষ্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে মকবুল হোসেনকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে এক হাজার ইয়াবা এবং বিপুল পরিমান মাদক ব্যবসার টাকা উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাকে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে রাখা হয়েছে।
আমিন বাজার ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মকবুলে হোসের আমার ভাই সে মাদক ব্যবসা করে না।
এবিষয়ে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ পরিদর্শক দীপক চন্দ্র সাহা বলেন, মকবুল হোসেন হত্যা, চাঁদাবাজীসহ ১৯ টি মামলার আসামি। সে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিল। গ্রেফতার মাদক ব্যাবসায়ীকে সাভার মডেল থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৬ মার্চ ১৬/ সালাহ উদ্দীন