রাজধানীর পল্লবীর কালাপানি এলাকায় দুর্বৃত্তের গুলিতে নওশাদ (২৫) নামে এক যুবক আহত হয়েছেন।
বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহত নওশাদ জানান, তিনি কালাপানি এলাকায় বসবাস করেন এবং কাপড়ে আঁকা-আঁকির কাজ করেন। রাত ৯টার দিকে বাইরে যাচ্ছিলেন। এ সময় দুই যুবক তাকে পুলিশ পরিচয়ে ডাক দেয়। পরে তল্লাশি করে পকেট থেকে টাকা-পয়সা হাতিয়ে নিয়ে দুই পায়ের হাটুর নিচে গুলি করে তারা।
খবর পেয়ে তার নিকটাত্মীয় পাচু মিয়া তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল নিয়ে যায়। সেখান থেকে তাকে পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান তিনি।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ১৬ মার্চ ১৬/ সালাহ উদ্দীন