সিলেটে হযরত শাহপরাণ (রহ.) মাজার প্রাঙ্গণ থেকে ছোরাসহ এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মাসুম আহমদ জুয়েল (২১) নামের ওই ছিনতাইকারীকে আটক করা হয়।
আটক মাসুম আহমদ জুয়েল সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মাতিয়া গ্রামের মৃত আবদুর রবের ছেলে।
শাহপারণ থানার ওসি শাহজালাল মুন্সি জানান, বৃহস্পতিবার শাহপরান মাজার প্রাঙ্গনে এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে মাজার কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ গিয়ে যুবকটিকে আটক করে। তার কাছ থেকে একটি ছোরা উদ্ধার করা হয়। আটক জুয়েল চিহ্নিত ছিনতাইকারী বলে জানান ওসি।
বিডি-প্রতিদিন/ ১৭ মার্চ, ২০১৬/ রশিদা