নানা আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন। সকাল ৯টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের উদ্যোগে জন্মোৎসব র্যালী-২০১৬ বের করা হয়। এতে ঢাবি উপাচার্য আ আ ম ম আরেফিন সিদ্দিক, বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ এবং গণযোযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক মফিজুর রহমানসহ হলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
র্যালিটি বঙ্গবন্ধু হল থেকে শুরু হয়ে মলচত্বর, কলাভবন, অপরাজেয় বাংলা, ডাকসু, কেন্দ্রীয় গ্রন্থাগার ঘুরে টিএসসিতে গিয়ে শেষ হয়।
এদিকে, সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস ২০১৬ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত চারুকলা অনুষদের আয়োজনে ছাত্র-শিক্ষক কেন্দ্রের ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কণ প্রতিযোগিতা। এতে ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ, উদয়ন উচ্চ বিদ্যালয়, নীলক্ষেত উচ্চ বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকাসমূহের শিশুরা শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
মোট তিনটি গ্রুপে অনুষ্ঠিত প্রতিযোগিতায় : গ্রুপ-ক প্লে-গ্রুপ থেকে ৩য় শ্রেণি পর্যন্ত, গ্রুপ-খ ৪র্থ শ্রেণি থেকে ৭ম শ্রেণি পর্যন্ত এবং গ্রুপ-গ ৮ম শ্রেণি থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহশ করে।। চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় প্রত্যেক গ্রুপে শ্রেষ্ঠ ১০ জন হিসেবে মোট ৩০ জনকে পুরস্কৃত করা হয়।
এছাড়া বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ছাত্রলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৭ মার্চ, ২০১৬/ রশিদা