নিখোঁজ প্রযুক্তিবিদ তানভীর হাসান জোহা তদন্তের স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হতে পারেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তবে তিনি এও বলেছেন, আমি নিশ্চিত নই’।
তানভীর জোহার নিখোঁজ প্রসঙ্গে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় বিশেষজ্ঞ মতামত দেওয়া সাইবার ক্রাইম বিশেষজ্ঞ ও আইসিটি মন্ত্রণালয়ের স্থগিত থাকা প্রকল্প সাইবার নিরাপত্তা বিভাগের ডিরেক্টর (অপারেশন) তথ্য প্রযুক্তিবিদ তানভীর হাসান জোহা নিখোঁজ হন।
জোহার স্বজনদের অভিযোগ, বুধবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর কচুক্ষেতে জোহাকে সিএনজি অটোরিকশা থেকে নামিয়ে গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। তারপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।
বিডি-প্রতিদিন/১৭ মার্চ, ২০১৬/মাহবুব