বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের জন্য রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানের একাংশ ব্যবহারেরও অনুমতি পেয়েছে দলটি।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিএনপিকে এ অনুমতি দেয় বলে নিশ্চিত করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
এর আগে, গত ২ মার্চ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিল করার জন্য অনুমতি পায় বিএনপি। পাশাপাশি তারা সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতি চেয়েও আবেদন করে। বৃহস্পতিবার সেটাও পেল বিএনপি।
মূলত আগামী শনিবার বিএনপির ষষ্ঠ কাউন্সিলের প্রধান অনুষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হলেও জনসমাগমের স্থান করে দিতে সোহরাওয়ার্দী উদ্যানের একাংশও চাইছিল বিএনপি।
প্রসঙ্গত, কাউন্সিলের উদ্বোধন অনুষ্ঠানে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/১৭ মার্চ, ২০১৬/মাহবুব