সরকারের ক্ষমতাবাজীর কারণে দেশ আজ চরম অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলিস্তানে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
আবদুর রব বলেন, রাষ্ট্রীয় কোষাগারে চুরির মধ্য দিয়ে তা জনমনে চরম আতঙ্কের সৃষ্টি করেছে। এরই মধ্যে বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ২০ হাজার কোটি, শেয়ার বাজার থেকে ৮০ হাজার কোটি টাকা লুট হয়েছে। বিদেশে পাচার হয়েছে ৩০ থেকে ৫০ হাজার কোটি টাকা। এ সকল বিষয় মানুষ অনেকটা ভুলে গিয়েছিল।
''কিন্তু সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের জিম্মা থেকে ৮০০ কোটি টাকা চুরি হয়ে যাওয়া মানুষের উদ্বেগকে চরম পর্যায়ে নিয়ে গিয়েছে। এর সাথে যুক্ত হয়েছে আন্তর্জাতিক বিষয়াবলী। এরই মধ্যে যুক্তরাজ্যের সাথে কার্গো বিমান যোগাযোগ, মার্কিন যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা বাতিল হয়েছে।''
জেএসডি সভাপতি অভিযোগ করে বলেন, মালয়েশিয়ার সাথে শ্রমিক পাঠানোর চুক্তি হওয়ার পরও সেই চুক্তি বাতিল হয়ে গেছে। অথচ সরকার এ সকল বিষয়ে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নিতে পারছে না।
সভায় আরও উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, জেএসডি নেতা এমএ গোফরান, তানিয়া ফেরদৌসী, আতাউল করিম ফারুক, মো. সিরাজ মিয়া, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, আবদুল খালেক, দেলওয়ার হোসেন ও জিয়া খোন্দকার প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৭ মার্চ, ২০১৬/মাহবুব