চট্টগ্রাম নগরী ধনিয়ালা পাড়া এলাকায় টেম্পু-অটোরিকশার সংঘর্ষে নগর পুলিশের ট্রাফিক বিভাগের উত্তর জোনের উপ-সহকারি পরিদর্শক (এএসআই) মো. হানিফ (৪৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নগরীর ডবলমুরিং থানার ধনিয়ালা পাড়া এলাকায় ফ্লাইওভার ও সড়কের সংযোগস্থলে দুর্ঘটনায় গুরুতর আহত হন হানিফ। তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে বিকাল ৩টা ২৮ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) আরেফিন জুয়েল বলেন, ট্রাফিক সদস্য হানিফ টেম্পু করে কর্মস্থলে যাচ্ছিলেন। তিনি টেম্পুতে চালকের পাশে বসেছিলেন। ফ্লাইওভারের সংযোগস্থলে টেম্পু-অটোরিকশার সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে পরে হাসপাতালে মারা যান।
বিডি-প্রতিদিন/১৭ মার্চ, ২০১৬/মাহবুব