বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল সামনে রেখে গঠনতন্ত্র সংশোধনসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে স্থায়ী কমিটির ‘জরুরি’ বৈঠক ডেকেছেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বিএনপির কাউন্সিলের বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে চেয়ারপার্সন এই বৈঠক আহ্বান করেছেন।
প্রসঙ্গত, আগামী ১৯ মার্চ শনিবার সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল উদ্বোধন করার কথা খালেদা জিয়ার।
বিডি-প্রতিদিন/১৭ মার্চ, ২০১৬/মাহবুব