রাজশাহী নগরীর শাহ মখদুম ঈদগাহ ময়দান থেকে ঝুলন্ত অবস্থায় রিয়াজুল ইসলাম (১৬) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, স্থানীয় লোকজন কিশোর রিয়াজুলের লাশ ঈদগাহের একটি গাছের সঙ্গে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ লাশটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরও জানান, লাশটি নাইলনের দড়ি দিয়ে গাছের সঙ্গে ঝুলানো ছিল। রিয়াজুলের বাড়ি বাগেরহাটের শরণখোলায়। তবে তার পূর্ণাঙ্গ পরিচয় এখনও জানা যায়নি। এটি আত্মহত্যা না হত্যা এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানান তিনি ওসি।
বিডি-প্রতিদিন/১৮ মার্চ ২০১৬/ এস আহমেদ