চট্টগ্রাম মহানগরের খুলশী থানাধীন টাইগারপাস রেলওয়ে কলোনিতে মাহিমা আকতার রিতা (৬) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে প্রতিদিনের মত ঘুমালেও আজ রিতা আর ঘুম থেকে উঠেনি। শিশু রিতার বাবা রিকশা চালক মামুন ও মা আফরোজা একটি পোশাক কারখানার শ্রমিক।
খুলশী থানা এসআই মাসুম রানা শিশু রিতা গত বৃহস্পতিবার রাতে মায়ের সঙ্গে ঘুমিয়েছিলো। সকালে তার মা আফরোজা ঘুম থেকে জাগাতে গেলে শিশুটিকে মৃত অবস্থায় পায়। নিহত রিতার বাবা মামুন আমাদের জানিয়েছে, রাতে সুস্থ্য অবস্থায় ঘুমিয়েছিলো সে। তাছাড়া তার কোনো রোগ ছিল না। ঘটনাটি রহস্যজনক হওয়ায় শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৮ মার্চ ১৬/ সালাহ উদ্দীন