গ্যাস পাইপলাইন বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় ওরাজধানীর বানানী বহুতল আবাসিক ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি টিম তদন্ত শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শুক্রবার বিকেলে রাজউক ও বুয়েটের প্রতিনিধি দল ভবনটি পরিদর্শন শেষে তা পরিত্যক্ত ঘোষণা করে।
তিতাসের পক্ষ থেকে বলা হয়, গ্যাস লাইনের কোনো লিকেজ (ছিদ্র) ছিল কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। বিভিন্ন সঙ্কটের পরও আমরা গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে চেষ্টা করে যাচ্ছি।
এর আগে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বনানীর ২৩ নম্বর রোডের ৯ নস্বর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় ওই বাড়ির বাসিন্দারা দাবি করেন, গ্যাস লাইনের ছিদ্রের কারণেই এ ঘটনা ঘটে। এতে অন্তত ১০ আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিডি-প্রতিদিন/ ১৮ মার্চ ১৬/ সালাহ উদ্দীন