স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘তানভীর জোহার ব্যাপারে আমরা এখনো ঠিকভাবে বলতে পারছি না। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাকে জিজ্ঞাসাবাদের জন্য কিংবা তার কাছ থেকে কোনো তথ্য নেবার জন্য যদি ধরে থাকে তবে অবশ্যই প্রোডিউস করা হবে। এজন্য আমাদের ধৈর্য ধরতে হবে। তার খোঁজ পেলে আমরা আপনাদের জানাবো। কারণ, তাকে আমাদেরও প্রয়োজন।’
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মিলনায়তনে তিন দিনব্যাপী প্রথম শেকৃবি আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বক্তব্য শেষে উপস্থিত সংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।
তদন্তের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘তদন্তের প্রয়োজনে আমাদের যা যা করা প্রয়োজন আমরা তা করবো। দেশে হোক বা বিদেশে হোক যারা এ কাজ করেছে কিংবা যাদের মাধ্যমে হয়েছে তাদের খুঁজে বের করবো। এবং ভবিষ্যতে যাতে না হয় সে প্রচেষ্টাও আমাদের থাকবে।’
সন্দেহভাজন কেউ আটক হয়েছে কিনা এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘এটা তদন্তাধীন বিষয় সুতরাং এটার ব্যাপারে আমরা পরে জানাবো।’
প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের ১০১ মিলিয়ন ডলার রিজার্ভ চুরির বিষয়ে র্যাবের ছায়া তদন্ত টিমের সদস্য আইসিটি মন্ত্রণালয়ের তথ্যপ্রযুক্তিবিদ তানভির হাসান জোহা বৃহস্পতিবার থেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের বিষয়ে অবগত নয় পুলিশের ক্রিমিনাল ইনভেসটিগেশন ডিপার্টমেন্টও (সিআইডি)। জোহার পরিবার জানায়, রাজধানীর কচুক্ষেত এলাকা থেকে নিখোঁজ হয়েছেন জোহা।
বিডি-প্রতিদিন/ ১৮ মার্চ ১৬/ সালাহ উদ্দীন