রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মানবপাচারকারী সন্দেহে সাতজনকে আটক করেছে র্যাব। শুক্রবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। এ সময় একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, চক্রটি সুদান ও লিবিয়ায় মানবপাচারের পর তাদের জিম্মি করে বাংলাদেশে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করত।
শনিবার বেলা ১১টায় রাজধানীর র্যাব-৩ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/১৯ মার্চ ২০১৬/শরীফ