চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে এক ব্যক্তির মাথাবিহীন ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। কর্ণফুলী থানাধীন চরপাথরঘাটাস্থ বিজঘাট বাংলাদেশ আইস ফ্যাক্টরি সংলগ্ন কর্ণফুলী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
শনিবার সকালে চট্টগ্রাম নগর পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয়দের খবরের ভিত্তিতে অানুমানিক ২৫/২৬ বছরের এক পুরুষের মস্তকবিহীন মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির পরনে সুতির কালো ফুলপ্যান্ট ও গায়ে গোলগলা ছাই কালারের হাফহাতা গেঞ্জি ছিল। মৃত ব্যক্তির গায়ের রং ফর্সা, লম্বা অানুমানিক ৫ ফুট ৪ ইঞ্চি। লাশের দুই হাতের আঙ্গুল লালছে ও পচন ধরেছে। ডান ও বাম হাতের কবজির উপরের অংশে ও বুকে লাল দাগ দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৪/৫ দিন আগে সন্তাসীরা তাকে ধারালো অস্ত্রের আঘাতে মাথা শরীর হতে বিচ্ছিন্ন করে লাশ নদীতে ফেলে দিয়েছে। কেউ লাশের পরিচয় শনাক্ত করতে পারলে ভারপ্রাপ্ত কর্মকর্তা, কর্ণফুলী থানা (০১৭১৩-৩৭৩২৭১) বরাবর যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে নগর পুলিশ।
বিডি-প্রতিদিন/১৯ মার্চ ২০১৬/ এস আহমেদ