বিশেষ ব্যাধিতে আক্রান্ত 'ট্রি-ম্যান' খ্যাত আবুল বাজনাদারের বাম হাতে অস্ত্রোপচার হচ্ছে আজ। এ লক্ষ্যে তাকে ইতোমধ্যে ঢাকা মেডিকেল কলেজের অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বলেন, আজ আবুল বাজনাদারের বাম হাতের অপারেশন হবে। আমরা সব প্রস্তুতি নিয়েছি। এর আগে আমরা তার ডান হাতের অপারেশন করেছি।
তিনি আরো বলেন, প্রথমে বাম হাতের বৃদ্ধা এবং তর্জনী আঙ্গুলে অস্ত্রোপচার করা হবে। পরে হাতের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে যে, সব আঙুলে অস্ত্রোপচার করা হবে কিনা।
আবুল বাজনাদারের চিকিৎসায় প্রথমে ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। পরে সদস্য সংখ্যা বাড়িয়ে ৯ সদস্যের বোর্ড করা হয়েছে।
চলতি বছরের ৩০ জানুয়ারি থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন খুলনার 'ট্রি-ম্যান' আবুল বাজনাদার (২৬)। বিশ্বে এই ধরনের রোগে আক্রান্ত চতুর্থ ব্যক্তি হচ্ছেন তিনি।
বিডি-প্রতিদিন/১৯ মার্চ ২০১৬/শরীফ