বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে অংশ নিতে মিছিল নিয়ে আসা দলীয় নেতাকর্মীদের ভিড় ও তাদের বহনকারী যানবাহনের চাপে রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন হয়ে প্রেসক্লাব-পল্টন পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে নগরবাসী।
যানজটের প্রভাব পড়েছে কাঁটাবন, এলিফেন্ট রোড এবং বাংলামটর, কারওয়ান বাজার হয়ে ফার্মগেট পর্যন্ত। শনিবার সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত এ যানজটের চিত্র দেখা গেছে। দিন যত গড়াবে তা আরো তীব্র হবে বলে মনে করা হচ্ছে।
যানজটে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তন চত্বরের সামনের ও সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব-উত্তর অংশের পুরো রাস্তা স্থবির হয়ে আছে।
রমনা জোনের সহকারী কমিশনার (ট্রাফিক) মো. আব্দুল হিল কাফি এ বিষয়ে জানান, কাউন্সিলকে ঘিরে পল্টন মোড় হয়ে প্রেসক্লাবের দিকে যেতে যানবাহনগুলোকে কাকরাইল দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কাউন্সিলের নিরাপত্তায় ও যানজট নিয়ন্ত্রণে পুলিশের ট্রাফিক বিভাগ ও অপরাধদমন বিভাগের সদস্যদের মোতায়েন করা হয়েছে। আমারা এক যোগে কাজ করছি।
বিডি-প্রতিদিন/১৯ মার্চ ২০১৬/শরীফ