চট্টগ্রামে অভিযান চালিয়ে ৮৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে দুর্ধর্ষ শিবির ক্যাডার সেলিমও রয়েছেন। শুক্রবার রাতে এ অভিযান পরিচালনা করে পুলিশ।
জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার কাজী আবদুল আউয়াল বলেন, শুক্রবার রাতে জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৮৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে ওয়ারেন্টভুক্ত মামলার ৭৯ জন এবং নিয়মিত মামলার ৬ জন আসামি রয়েছে।
সাতকানিয়া থানার ওসি ফরিদ উদ্দিন খোন্দকার বলেন, শুক্রবার রাতে উপজেলার কাঞ্চনা এলাকা অভিযান চালিয়ে মো. সেলিম নামে শিবিরের এক দুর্ধর্ষ ক্যাডারকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া সেলিমের বিরুদ্ধে সাতকানিয়া এলাকায় একাধিক নাশকতার মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৯ মার্চ, ২০১৬/ রশিদা