সিলেটে স্কুল পড়ুয়া ভাতিজিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় খুন হওয়া বিপ্লব রায়ের খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন থেকে খুনের দায়ে অভিযুক্ত ১৯নং ওয়ার্ড যুবলীগ নেতা জমসেদ সিরাজ ও তার সহযোগীদের ফাঁসির দাবিও জানানো হয়।
শনিবার সকালে সিলেট নগরীর মিরাবাজারে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে ‘সিলেটবাসী’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্টিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ইভটিজিং হচ্ছে সমাজের ক্যান্সার। সম্মিলিতভাবে এর প্রতিবাদ না করলে দিন দিন সামাজিক অবক্ষয় বাড়তেই থাকবে। ইভটিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে বিপ্লব রায় প্রাণ হারিয়েছে। খুনিদের বিচার না হওয়া পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে।
বক্তারা অবিলম্বে বিকল হত্যা মামলার আসামী যুবলীগ নেতা জমসেদ সিরাজ, তার সহযোগী সুমন দাস, কবির আহমদ, জীবন আহমদ, রুবেল দাস, দিপু আহমদ, জুবেল আহমদকে গ্রেপ্তার করে তাদের ফাঁসির দাবি জানান।
মাববন্ধনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা পুরঞ্জন চক্রবর্তী বাবলা, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জল, দেওয়ান মুরাদ হোসেন, শ্রমিক লীগ নেতা হরিলাল দাস, ডা. এ্যাপলো চৌধুরী, বিন্দু মজুমদার প্রমুখ।
প্রসঙ্গত, ইভটিজিংয়ের প্রতিবাদ করায় গত ১৫ মার্চ রাতে নগরীর রায়নগর এলাকায় যুবলীগ নেতা জমসেদ সিরাজ ও তার সহযোগীদের ছুরিকাঘাতে খুন হন বিপ্লব রায়।
বিডি-প্রতিদিন/ ১৯ মার্চ ১৬/ সালাহ উদ্দীন