গাজীপুর সদর উপজেলার ভাওয়াল গাজীপুর এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া জানান, সকালে ওই যুবক ভাওয়াল গাজীপুর এলাকায় রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় ঢাকা-ময়মনসিংহ রুটে চলাচলকারী একটি ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবকের পরনে সাদা হলুদ রঙের চেক লুঙ্গি ও গায়ে ছাই রঙের হাফ শার্ট রয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/২০ মার্চ ২০১৬/শরীফ