রাজধানীর পল্লবী থেকে বিপুল পরিমাণ ভিওআইপি (ভয়েজওভার ইন্টারনেট প্রটোকল) সরঞ্জামসহ মাহমুদ ও তুহিন নামের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার ভোরে পল্লবীর ১১ নম্বর সেকশনের ডি ব্লকের একটি বাসার অষ্টম তলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মঈনুল কবির এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঐ ফ্ল্যাট থেকে সাতটি গেটওয়ে, দুইটি সিপিইউ, সাড়ে তিন হাজার পিস সিমকার্ড ও আরো বেশ কিছু যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২০ মার্চ, ২০১৬/মাহবুব