খুলনায় ট্রেনে কাটা পড়ে শাহিন খান (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে আটটার দিকে নগরীর দৌলতপুর বাজার রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত শাহিন স্থানীয় আঞ্জুমান রোডস্থ সাগরের বাড়ির ভাড়াটিয়া মৃত ইউনুস খানের ছেলে। তিনি দৌলতপুর বাজারের শ্রমিক ছিলেন।
দৌলতপুর থানার এএসআই মেহেদী হাসান জানান, শাহিন খান শ্রবণ প্রতিবন্ধী ছিলেন। রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেন লাইনে কাটা পড়ে তিনি নিহত হন।
বিডি-প্রতিদিন/২০ মার্চ ২০১৬/শরীফ