রাজধানীর বনানীতে ট্রেনে কাটা পরে শামীম আহমেদ (২৯) নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ রবিবার সকাল ৯টার দিকে বনানী রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। নিহত শামীম আহমেদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায়। এই ঘটনাকে কেন্দ্র করে বনানী স্টেশন অফিস ভাঙচুর করেছে স্থানীয়রা।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, ময়নাতদন্তের জন্য শামীম আহমেদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/২০ মার্চ ২০১৬/শরীফ