রাজধানীর দক্ষিণখান এলাকায় ট্রাকের নিচে চাপা পড়ে জামাল উদ্দিন (৩২) নামের ওই ট্রাকের হেলপার নিহত হয়েছেন।
রবিবার ভোরে দক্ষিণখানের আজমপুর সুপার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান দক্ষিণখান থানার উপ-পরির্দশক (এসআই) সাইফুল ইসলাম।
নিহত জামাল শরীয়াতপুরের নুড়িয়া উপজেলার আলাউদ্দিনের ছেলে।
সাইফুল ইসলাম আরও জানান, ভোরে আজমপুর মার্কেটের সামনে একটি ট্রাক দাঁড়িয়েছিল। হঠাৎ ট্রাকটি মোড় নেওয়ার সময় হেলপার জামাল নিচে চাপায় পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ ( ঢামেক) হাসাপাতাল মর্গে পাঠিয়েছে।
বিডি-প্রতিদিন/২০ মার্চ, ২০১৬/মাহবুব