রাজধানীর বাড্ডায় মাহবুব হোসেন (৩০) নামে এক বিকাশকর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা ৪৬ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বাড্ডার কুমিল্লাপাড়ার কুয়েটি জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল।
তিনি জানান, মাহবুব বিকাশের টাকা সংগ্রহ করছিলেন। এসময় দুই ছিনতাইকারী তার ডান হাতে গুলি করে তার কাছ থেকে ৪৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে উদ্ধার করে কুর্মীটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/২০ মার্চ, ২০১৬/মাহবুব