রাজশাহীর চারঘাটে গলায় রশি দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। নিহত ওই গৃহবধূর নাম মমতাজ বেগম (৩৫)। তিনি উপজেলার নিমপাড়া ইউনিয়নের নন্দনগাছী ফকিরপাড়া গ্রামের হাসমত আলী সলুর স্ত্রী। শুক্রবার গভীররাতে ফকিরপাড়া গ্রাম থেকে নিহত মমতাজ বেগমের লাশ উদ্ধার করে পুলিশ।
তবে নিহত মমতাজ বেগমের ছোট ভাই আসাদুল হকের দাবি, তার বোনকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। এ ঘটনায় আসাদুল হক চারঘাট মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনার পর থেকে নিহত গৃহবধূর স্বামী হাসমত আলীসহ পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।
চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারন চন্দ্র বর্মন জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৬/শরীফ