রাজধানীর মোহাম্মদপুরে নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে মো. সোহেল (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) মোহাম্মদপুরের তাজমহল রোডের নয়তলা ভবনের দ্বিতীয় তলায় কাজ করার সময় নিচে পড়ে যান তিনি।
তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক ১২টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
ওই ভবনে কর্মরত অপর শ্রমিকরা জানান, কাজ করার একপর্যায়ে প্রচণ্ড গরমে মাথা ঘুরে নিচে পড়ে যায় সোহেল।
ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) বাবুল মিয়া জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জারুরি বিভাগের মর্গে রাখা আছে।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৬/ এস আহমেদ