রাজশাহীর বাগমারায় জহির উদ্দিন (৫২) নামে এক কাপড় ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার রাতের যেকোনো এক সময় তিনি আত্মহত্যা করেন। তার বাড়ি উপজেলার ভবানীগঞ্জ পেৌরসভার সূর্যপাড়া গ্রামে।
পুলিশ জানায়, ভবানীগঞ্জ পৌর এলাকার সূর্যপাড়া গ্রামের কাপড় ব্যবসায়ী জহির উদ্দিন। তার ৩ স্ত্রী ও ৪ সন্তান আছে। বিভিন্ন সংগঠনের কাছ থেকে ঋণের টাকা নিয়ে ভবানীগঞ্জ বাজারের হাইস্কুল মার্কেটের সামনে ফুটপাতে কাপড়ের ব্যবসা করতেন। তার ৩ স্ত্রী ও ছেলে-মেয়ের সংসারে প্রায় ঝগড়া লেগে থাকতো।
প্রতিদিনের মতো রবিবার রাতে বাজার থেকে বাড়ি ফেরেন জহির। রাতের কোনো এক সময় পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির সামনে একটি আমগাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। আজ সোমবার সকালে প্রতিবেশীরা তার ঝুলন্ত লাশ দেখে বাড়িতে খবর দেন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান জানান, এ ঘটনায় বাগমারা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৬/শরীফ