রাজশাহীর বাঘা পৌর জামায়াতের আমির অধ্যাপক সাইফুল ইসলামসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোরে তাদের নিজ নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া অপর দুই ব্যক্তি হলেন: উপজেলা জামায়াতের সূরা সদস্য আকরাম আলী এবং পৌর জামায়াতের সূরা সদস্য সাজেদুল ইসলাম।
বাঘা থানার অফিসমার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ জানান, বাঘায় নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতের এই তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৮ মে, ২০১৬/ আফরোজ