চট্টগ্রামে নিরুত্তাপভাবে পালিত হয়েছে জামায়াত ইসলামীর ডাকা হরতাল। প্রশাসনের কঠোর অবস্থানের কারণে মাঠেই ছিলেন না জামায়াত-শিবিরের কোন নেতা কর্মী। হরতালের মধ্যে জনজীবন এবং ব্যবসা-বাণিজ্য ছিল একেবারেই স্বাভাবিক। হরতাল ডেকে জামায়াত-শিবির মাঠে ছাড়া হলেও নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় আওয়ামী লীগের নেতা কর্মীরা। নগরীর দারুল ফজল মার্কেটের সামনে সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও আ জ ম নাছির উদ্দিনের নেতৃত্বে হরতাল বিরোধী সমাবেশ করছে নগর আওয়ামী লীগ।
হরতাল চলাকালে নিউমার্কেট, দেওয়ানহাট, দুই নাম্বার গেইট, মুরাদপুর, বহদ্দারহাট, টাইগারপাশ, ওয়াসা মোড়, জিইসি মোড়, অক্সিজেন এলাকার জনজীবন একদম স্বাভাবিক। চট্টগ্রাম বন্দরের পণ্য ওঠা-নামাও ছিল স্বাভাবিক। ব্যবসা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্টানের কার্যক্রমও ছিল অন্যান্য দিনের মত।
জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল আউয়াল বলেন, ‘হরতালে অপ্রীতিকর কোন কিছুর ঘটেনি। হরতালে সব উপজেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।’
বিডি-প্রতিদিন/ ০৮ মে, ২০১৬/ আফরোজ