রাজধানীর ভাটারা এলাকা থেকে রবিবার সন্ধ্যায় হাইওয়ে পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল ইসলামের স্ত্রীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তার নাম জাহানারা বেগম। ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মাইগ্রেনের সমস্যায় ভুগছিলেন। তার লাশ বর্তমানে রাজধানীর এ্যাপালো হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মিডিয়া মো. মারুফ হোসেন সরদার বলেন, কীভাবে মৃত্যু হয়েছে তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
পারিবারিক সূত্র জানায়, শারীরিকভাবে অসুস্থ ছিলেন জেসমিন। সম্প্রতি তিনি সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে ফিরেছেন। তার মাইগ্রেনের ব্যথা ছিল। সেই ব্যথায় তিনি বাসার ছাদ থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
স্থানীয়দের বরাত দিয়ে উপ-পুলিশ কমিশনার মোস্তাক আহম্মেদ জানান, জেসমিন আহমেদ ছাদ থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন। তবে ঠিক কি কারণে পড়ে গেছেন তা নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তবে হাইওয়ে পুলিশের উত্তরাস্থ হেড অফিসের সার্জন নজরুল ইসলাম পরিবারের বরাত দিয়ে জানান, দীর্ঘদিন থেকে মাইগ্রেনের ব্যথায় ভুগছিলেন জেসমিন আহমেদ। সম্প্রতি তিনি সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন। তিনি অসুস্থই ছিলেন। ছাদ থেকে পড়ে গিয়ে মারা যাওয়ার খবর সত্য নয় বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ