রিমান্ড ছাড়া ২৪ ঘন্টার বেশি কোন আসামিকে থানা হেফাজতে রাখার আইন না থাকলেও নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় তিন ব্যক্তিকে তিনদিন থানায় আটকে রাখার অভিযোগ উঠেছে। আটককৃতদের পরিবারের অভিযোগ- ওই তিনজনকে তিনদিন থানায় আটকে রেখে অমানুষিক নির্যাতন চালানো হয়েছে। এতে করে আটককৃতদের পরিবারের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
এলাকাবাসী ও আটককৃতদের পরিবার সূত্রে জানা গেছে, গত ৬ মে সন্ধ্যায় ফতুল্লার রামারবাগ এলাকার জাহাঙ্গীর মিয়ার বাড়ি থেকে আমেনা বেগম (৩৫), তার ছেলে সাগর (২০), ভাই আব্দুস সাত্তার (৪৫), বোনের ছেলে সোহেল (২৫) ও শুভকে আটক করে ফতুল্লা মডেল থানার এসআই মিজানুর রহমান। পরদিন ৭ মে দুপুরে আমেনা বেগম ও তার বোনের ছেলে শুভকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে বাকী তিনজন সাগর (২০), আব্দুস সাত্তার (৪৫) ও সোহেলকে (২৫) ফতুল্লা মডেল থানাতেই আটকে রাখে এসআই মিজানুর রহমান। তিনজনকে গত তিনদিনে থানা হাজতে অমানবিক নির্যাতন চালানো হয়েছে বলে জানিয়েছেন তার স্বজনরা। আমেনা বেগম জানান, আমরা থানায় যোগাযোগ করলে পুলিশ আমাদের সাথে ভালভাবে কথা বলেনি। তবে আটক হওয়া সোহেলের এক স্বজনের মাধ্যমে আমরা খাবার সরবরাহ করতে পেরেছি।
এ ব্যাপারে ফতুল্লা থানার এস আই মিজানুর রহমান বলেন, তাদেরকে আটক করা হয়েছে চাঞ্চল্যকর একটা মামলায়। আমরা আগামীকাল (সোমবার) তাদেরকে আদালতে সোপর্দ করব। আজকে (রবিবার) আপনারা এ ব্যাপারে কোন সংবাদ দিয়েন না। কালেকেই এ ব্যাপারে সংবাদ দিয়েন।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ