হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে ২ হাজার ৯১৪ কার্টন অবৈধ সিগারেট জব্দ করেছে ঢাকা কাস্টমস। এসব সিগারেটের আনুমানিক মূল্য প্রায় ৮০ লাখ টাকা বলে জানা গেছে।
রবিবার বিকেলে সিগারেটগুলো জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার রেজাউল করিম।
তিনি জানান, বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে জব্দ হওয়া সিগারেটের বাজারমূল্য আনুমানিক ৮০ লাখ টাকা। রাজধানীর মিরপুর শাহ আলী প্লাজার মনির এন্টারপ্রাইজের ভুয়া নামে ২৭ এপ্রিল সিগারেটগুলো আনা হয়।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ