রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় শ্বশুরের বটির কোপে আহত জামাই বাবু (৩৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল দিবাগত রাতে তিনি মারা যান।
মৃত ব্যক্তির বড় ভাই মামুন জানান, বাবু পেশায় একজন বাস চালক ছিলেন। তার বাসা যাত্রবাড়ী পুনম সিনেমা হলের পাশে। সাত বছর আগে একই এলাকার বাবুল মিয়ার মেয়ে লাভলীর সঙ্গে বিয়ে হয় তার। বেশ কিছুদিন আগে তার স্ত্রী লাভলী রাগ করে বাপের বাড়ি চলে যায়। রবিবার দুপুরে লাভলীকে বাপের বাড়ি থেকে আনতে গেলে বাবুর সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শ্বশুর বাবুল মিয়া তার বুকে বটি দিয়ে কোপ দেয়। এরপর গুরুতর আহতাবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ঢামেকে আনা হয়। রাতে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছন।
বিডি-প্রতিদিন/৯ মে ২০১৬/শরীফ