চট্টগ্রাম বিভাগে সোমবার ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানিয়েছেন সংগঠনের পূর্বাঞ্চল কমিটির সভাপতি মৃণাল চৌধুরী।
তিনি বলেন, ‘শনিবার পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকে আমাদের দাবির বিষয়ে সন্তোষজনক আশ্বাস পেয়েছি। এছাড়া সোমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে পরিবহন ধর্মঘট আপতত স্থগিতের সিদ্ধান্ত হয়েছে।’
এর আগে, গত ৫ মে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে সোমবার বৃহত্তর চট্টগ্রামের সকল রুটে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট আহ্বান করেছিল সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
বিডি-প্রতিদিন/০৯ মে, ২০১৬/মাহবুব