চট্টগ্রাম জেলার পটিয়ায় মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. খোরশেদ (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই নারী যাত্রী।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শান্তিরহাটের মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
পটিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট জিল্লুর রহিম জানান, শান্তিরহাটের পূর্ব পাশে সিলা শাহ মার্কেটের সামনে চট্টগ্রামমুখী মাইক্রোবাস ও পটিয়ামুখী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই খোরশেদ নামে একজন এবং দুই নারী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম জানান, খোরশেদকে হাসপাতাল জরুরি বিভাগে আনার পরপরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/০৯ মে, ২০১৬/মাহবুব