বখাটের ‘উৎপাত’ সহ্য করতে না পেরে রাজশাহী মহানগরীতে আমেনা খাতুন (১৪) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমেনা নগরীর মতিহার থানার চর শ্যামপুর বালুরঘাট শান্তিনগর এলাকার হায়দার আলীর মেয়ে। সে স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণীর ছাত্রী।
পুলিশ জানায়, আজ সকাল ১০টার দিকে ওই কিশোরী তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এরপর গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে তার পরিবারের সদস্যরা বিষয়টি টের পেলে পুলিশে খবর দেওয়া হয়।
ওই কিশোরীর মা নেগার বানু বলেন, রেজাউল করিম নামে এলাকার এক বখাটে যুবক তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। রবিবার দুপুরে তিনি নদীতে গোসল করতে গেলে ওই যুবক তাদের বাড়িতে গিয়ে তার মেয়েকে প্রেমের প্রস্তাব দেয়। পরে তার মেয়ে তার কাছে এ ব্যাপারে অভিযোগ করে।
তিনি আরও বলেন, মেয়ের অভিযোগ পেয়ে ওই দিনই তিনি বখাটে রেজাউলের ব্যাপারে এলাকার লোকজন এবং তার বাড়িতে অভিযোগ করেন। এ নিয়ে আজ বিকালে এলাকায় শালিস বসার কথা ছিলো। কিন্তু এনিয়ে আলোচনা শুরু হলে ক্ষোভে-লজ্জায় তার মেয়ে আত্মহত্যা করে।
নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। কিশোরী আমেনার আত্মহত্যার সঙ্গে রেজাউলের কোনো ধরনের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকে আইনের আওতায় আনা হবে।
বিডি-প্রতিদিন/ ০৯ মে, ২০১৬/ হিমেল-১৩