বরিশাল নগরীর সাগরদী চান্দুর মার্কেট এলাকায় বাই সাইকেলে ধাক্কা লাগার জেরে প্রতিপক্ষের হামলায় মো. হারুন গাজী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে হামলায় আহত হওয়ার পর তাকে শেরে বাংলা মেডিকেলে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক হারুন গাজীকে মৃত ঘোষনা করেন।
নিহত হারুন একই এলাকার বাসিন্দা এবং চান্দুর মার্কেট এলাকার টেইলার্স ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় চান্দুর মার্কেট এলাকায় নিহতের স্বজনরা বিক্ষোভ করলে মহাসড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বিঘ্নিত হয়।
হারুন গাজীর ভাই মো. ছালাম গাজী জানান, তার আরেক ভাই মনির বাড়ি থেকে বাই সাইকেল যোগে চান্দু মার্কেট যাচ্ছিলেন। এসময় হঠাৎ স্থানীয় হোটেল ব্যবসায়ী সোহাগের গায়ে মনিরের সাইকেলের ধাক্কা লাগে। এ নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে মনিরকে মারধর করে সোহাগ। এর প্রতিবাদ করলে সোহাগের ভাই আলামিন, রুবেলসহ অন্যান্যরা সংগঠিত হয়ে প্রতিপক্ষের উপর হামলা চলায়। এতে গুরুত্বর আহত হন হারুন গাজী।
খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশের এএসআই এইচএম সবুর হোসেন ঘটনাস্থলে গিয়ে উল্টো টেইলার্স ব্যবসায়ী হারুন গাজীকে আটক করে পুলিশ ভ্যানে তোলেন। স্থানীয় ব্যবসায়ীরা এএসআই সবুরকে ১ হাজার টাকা উৎকোচ দিয়ে হারুন গাজীকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে রাখেন। তবে ১ হাজার টাকা নেয়ার অভিযোগ এএসআই সবুর অস্বীকার করেছেন।
এদিকে হারুনকে ছাড়িয়ে রাখার পর সে অসুস্থ বোধ করলে তাকে শেবাচিম হাসাপাতালে নিয়ে যায় স্বজনরা। এসময় হাসপাতালের জরুরী বিভাগের কতর্ব্যরত চিকিৎসক ডা. মামুন অর রশীদ তাকে মৃত ঘোষণা করেন।
ডা. মামুন অর রশীদ জানান, মারধরের কারনে হারুনের মৃত্যু হয়েছে। ময়না তদন্তের জন্য তার লাশ মর্গে পাঠানো হয়েছে।
মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কোতয়ালী) আজাদ রহমান জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে দেয়া অভিযোগ মামলা হিসেবে রুজু করে অভিযুক্তদের গ্রেফতারসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ০৯ মে, ২০১৬/ হিমেল-১৯