১৬টি ইউনিয়নকে যুক্ত করে দ্বিগুণ করা হলো ঢাকা সিটি কর্পোরেশনের আয়তন। ইউনিয়নগুলো হলো: উত্তরে বেরাইদ, বাড্ডা, ভাটারা, ডুমনি, সাতারকুল, হরিরামপুর, উত্তরখান ও দক্ষিণখান। দক্ষিণে শ্যামপুর, দনিয়া, মাতুয়াইল, মাণ্ডা, সারুলিয়া, ডেমরা, নাসিরাবাদ ও দক্ষিণগাঁও।
আজ সোমবার নিকার'র সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/ ০৯ মে, ২০১৬/ আফরোজ