নিরাপত্তা ত্রুটির অজুহাত দেখিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পণ্যবাহী কোনো বিমানের সরাসরি অস্ট্রেলিয়া প্রবেশে নিষেধাজ্ঞা শিথিল করেছে দেশটির সরকার।
সোমবার দুপুরে সচিবালয়ে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এক সংবাদ সম্মেলনে একথা জানান।
বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার উন্নতির ফলে গত ৫ মে অস্ট্রেলিয়া হাইকমিশন চিঠি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এর আগে, গত বছরের শেষ দিকে এই নিষেধাজ্ঞা জারি করেছিল অস্ট্রেলিয়া। এরপর চলতি বছরের ৯ মার্চ একই কাজ করে যুক্তরাজ্য।
বিডি-প্রতিদিন/০৯ মে, ২০১৬/মাহবুব