মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতার নড়াইলের 'জল্লাদ' নামে পরিচিত আব্দুল ওহাব (৮০) ও ওমর আলী শেখকে (৬৫) ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। সোমবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে একটি মাইক্রোবাসে নড়াইল কারাগার থেকে তাদের ঢাকার কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
নাশকতার মামলায় ওহাবকে ২০১৫ সালের ১০ ডিসেম্বর সদর উপজেলার ফুলশ্বর গ্রাম থেকে আর ওমরকে ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি নড়াইল পৌরসভার বরাশুলা থেকে আটক করা হয়।
মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীনতাকামী মানুষকে 'জবাইকারী' ওই দুই ব্যক্তিকে গত ৩ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের এক আবেদনের শুনানির পর বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ তাদের গ্রেফতার দেখানোর আদেশ দেন।
আগামী ১৮ মে পরবর্তী শুনানির দিন রয়েছে বলে ট্রাইব্যুনালের প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন জানিয়েছেন।
নড়াইলের মুক্তিযোদ্ধারা জানান, যুদ্ধের সময় নড়াইল শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় পিস কমিটির চেয়ারম্যান কুখ্যাত রাজাকার সোলায়মানের নির্দেশে জল্লাদ ওহাব ও ওমর অসংখ্য মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাকামী মানুষকে জবাই করে লাশ চিত্রা নদীতে ফেলে দিয়েছে।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ