বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ডা. বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসের আবাসিক ছাত্রী ও ছাত্রলীগ নেত্রী ঝুমুর আক্তারকে ছাত্রী নিবাস থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। গত রবিবার রাতে ছাত্রী নিবাসে দলীয় প্রতিপক্ষের উপর হামলা, কক্ষ ভাংচুর এবং অগ্নিসংযোগের অভিযোগে সোমবার তাকে সাময়িক বহিস্কার করা হয়েছে বলে জানিয়েছেন কলেজ অধ্যক্ষ প্রফেসর স.ম. ইমানুল হাকিম।
সাময়িক বহিস্কৃত ঝুমুর আক্তার বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী এবং সে কলেজ ছাত্র সংসদের বিকল্প হিসেবে গঠিত অনির্বাচিত ছাত্র কর্মপরিষদের মেয়াদোত্তীর্ণ কমিটির ভিপি মঈন তুষারের অনুসারী হিসেবে পরিচিত।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ