রাজধানীর মিরপুরের দারুস সালামে পানির মটর ছাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র রাজিব (২৫) এর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল পৌণে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। সে ওই এলাকার আবদুল কাদেরের ছেলে।
জানা গেছে, সকাল ৭টার দিকে বাসার নিচ তলায় অবস্থিত পানির মটর ছাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় রাজিব। আহত অবস্থায় তাকে মিরপুর সেলিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরিস্থিতির অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদশর্ক মুজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১০ মে ১৬/ সালাহ উদ্দীন