আইন অনুযায়ীই একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলার বিচার কাজ চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সুইডেনের বিচার ও অভিবাসনমন্ত্রী মর্গান জোহানসনের সঙ্গে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে এবং তা বহাল থাকবে বলেও জানান আইনমন্ত্রী।
তিনি আরও জানান, বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, ব্লগার খুন, গণমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার বিষয়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
বিডি-প্রতিদিন/১০ মে, ২০১৬/মাহবুব