হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফের এক যাত্রীর পেট থেকে ৪০০ গ্রাম ওজনের ৪টি সোনার বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা।
মঙ্গলবার সকালে সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোর ৫টায় মালয়েশিয়া থেকে আসা ০৮৯ নম্বর ফ্লাইটে বেল্লাল হোসেন নামে ওই যাত্রী ঢাকায় আসেন। তার বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়ায়।
বিমানবন্দরের গ্রিন চ্যানেল পাড় হওয়ার তার গতিবিধি সন্দেহ হয়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন শুল্ক কর্মকর্তারা।
জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার না করলে হাসপাতালে এক্সরে করার পর তার পেটে চারটি সোনারবার পাওয়া যায়। পরে পেট থেকে চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয় বলে জানান কর্মকর্তারা।
বিডি-প্রতিদিন/ ১০ মে ১৬/ সালাহ উদ্দীন